ভূপাল, ১৭ জুলাই: মধ্যপ্রদেশে চলন্ত বন্দেভারত এক্সপ্রেসে আগুন। এই রাজ্যের কুরওয়াই কেঠোরা স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা। ট্রেনটি ভূপাল থেকে দিল্লির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সেই সময় ট্রেনে আচমকা আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যেখানে আগুন লাগে, সেখানে তখন উপস্থিত ছিলেন ২২ জন যাত্রী। তাঁরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেনের বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে রেলের দমকল বিভাগ ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। জানা গিয়েছে, রেলের একটি কামরার ব্যাটারি বক্সে এই আগুন লাগে। কিন্তু রেল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় পাশের বগিতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ট্রেনটি সুরক্ষিত বোঝার পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা হন।
							previous post
						
						
					
							next post
						
						
					