32 C
Kolkata
April 19, 2025
দেশ

মধ্যপ্রদেশে ওয়াটার প্লান্টের গ্যাস লিক করে অসুস্থ১৫

ভূপাল, ২৭ অক্টোবর: প্রায় চার দশক পর ফের ভয়াবহ গ্যাস লিকের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ভূপালে। এই ঘটনায় অসুস্থ হল ১৫ জন। তাদের মধ্যে ২ জন শিশুও আছে। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যাবেলায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ক্লোরিন গ্যাস লিক করার ফলে এই ঘটনাটি ঘটে। ওই ওয়াটার প্ল্যান্টটি শহরের মাদার ইন্ডিয়া কলোনিতে অবস্থিত। ক্লোরিন গ্যাসের তীব্র গন্ধে কাশি, বমি, শ্বাসকষ্ট ও চোখ জ্বালা শুরু হয়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে মাদার ইন্ডিয়া কলোনির ৪০০ পরিবার। পরস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। পাশাপাশি, পুলিশকেও খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা পুরসভার কর্মীদের সহযোগিতায় ঘন্টা খানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে সিলিন্ডারটি থেকে গ্যাস লিক করে, তাতে প্রায় ৯০০ কেজি ক্লোরিন গ্যাস ছিল। একটি ক্রেনের সাহায্যে বড় একটা জলের ট্যাংকে ডুবিয়ে দেওয়া হয়। এর ফলে একটি বড় আতঙ্ক থেকে মুক্তি পান মাদার ইন্ডিয়া কলোনির প্রায় ২৫০০ বাসিন্দা।
উল্লেখ্য, ১৯৮৪ সালে ভূপাল শহরে এর চেয়েও বড় গ্যাস লিকের ঘটনা ঘটে। তার আতঙ্ক এখনও তাড়া করে ভূপাল শহরের মানুষকে। সেবার সেই ঘটনায় মৃত্যু হয়েছিল হাজার হাজার মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। এখনও এখানকার মানুষের শরীরে সেই গ্যাসের মারণ বিষের প্রভাব রয়েছে। তার প্রভাবে এখানে এখনও অনেক বিকলাঙ্গ ও অসুস্থ শিশুর জন্ম হয়।

Related posts

Leave a Comment