24 C
Kolkata
April 17, 2025
কলকাতা

বড়বাজারে হিসাব বহিৰ্ভূত ৫০ লক্ষ টাকা নগদ উদ্ধার

সংবাদ কলকাতা: শুক্রবার বড়বাজার এলাকার দিগম্বর জৈন টেম্পল রোডের একটি বাড়ীর ঠিকানায় হানা দিয়ে ৫০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। কোনও বৈধ নথি ছাড়া বিপুল পরিমাণ টাকা রাখার অভিযোগে আটক করা হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা আনোয়ার হোসেন মোল্লা (৫১) ও তার ছেলে মুস্তাকিনকে। জানা যায়, কটন স্ট্রিটের একটি সংস্থার দফতর থেকে তারা এই বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে। পুলিশের অনুমান তারা নগদ লেনদেনের ক্যারিয়ার হিসাবে কাজ করে।

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট নম্বরের দশ টাকার নোটের অংশ দেখিয়ে তারা এই টাকা সংগ্রহ করে। তবে কে বা কারা তাদের কাজে লাগিয়েছে সে ব্যপারে জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।

Related posts

Leave a Comment