সংবাদ কলকাতা: ফের কলকাতায় পথ দুর্ঘটনা। গতকাল গভীর রাতে বেহালার শখের বাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। এক মোটর বাইক আরোহীকে পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তি পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন। তাঁর বাড়ি মহেশতলায়। দুর্ঘটনার সময় তিনি ঠাকুরপুকুর থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন।দুর্ঘটনা কিভাবে ঘটেছে, তা এখনও জানা যায়নি। মৃত বাইক আরোহী নিজেই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, নাকি তাঁকে কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়, সেটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।
previous post