নিজস্ব সংবাদদাতা, সিউড়ি— মারাত্মক ঘটনার সাক্ষী বীরভূমের সিউড়ি। বুধবার সকালে লেপমুড়ি দেওয়া রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। তার মুখের ভিতর চকোলেট বোমা পেয়েছে পুলিশ! পুলিশের প্রাথমিক অনুমান, নিজের মুখে চকোলেট বোমা ফাটিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। কিন্তু কী কারণেই এমন বীভৎস কাণ্ড ঘটাল যুবক, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি সিউড়ির কলেজপাড়া এলাকার। মৃত যুবকের নাম সুপ্রিয় দাস। মৃতের পরিবার সূত্রে খবর, তিনি বেশ কয়েক মাস ধরে চাকরির চেষ্টা করছিলেন। কিন্তু পাচ্ছিলেন না। বর্ষবরণের রাতেও কোথাও বেরোননি। বুধবার সকালে অনেকক্ষণ ডাকাডাকির পর ঘর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়া গেলে সন্দেহ হয় বাকিদের। দরজা ঠেলে ঢুকতেই উদ্ধার হয় সুপ্রিয়র লেপমুড়ি দেওয়া দেহ।
লেপের ওপর রক্তের ছাপ দেখেন পরিবারের লোকজন। তারপর লেপ সরাতেই দেখা যায় সুপ্রিয়র মুখ রক্তাক্ত। সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকেন সকলে। পুলিশ এসে সুপ্রিয়র মুখ খুলতেই উদ্ধার করে চকোলেট বোমা!
যদিও মৃতদেহে আর কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। তবে পরিবারও বলতে পারছে না ৩০ বছর বয়সি সুপ্রিয় আত্মহত্যা করলে কী কারণে করতে পারেন। তবে মনে করা হচ্ছে, চাকরি না পেয়েই হয়তো তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।