November 3, 2025
জেলা

বীরভূমের তাঁতিপাড়ায় ৩০০ বছরের প্রাচীন গণেশ জননী পুজো

বক্রেশ্বর: বীরভূমের তাঁতিপাড়ায় গণেশ জননী পুজো বহু পুরনো। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজো। গত কয়েক বছর করোনার কারণে অনুষ্ঠিত হতে পারেনি। তবে এই বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে ফের পুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রথামতো মূলত এখানকার ময়রা সম্প্রদায় এই পুজোর আয়োজন করে থাকে। এই পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষেরা বিশেষভাবে আনন্দিত। দর্শনার্থীদের জন্য থাকছে প্রসাদের ব্যবস্থাও।

Related posts

Leave a Comment