November 3, 2025
খেলা

বিশ্বকাপ থেকে বিদায় কাতার, শেষ ষোলতে সেনেগাল ও নেদারল্যান্ডস

কাতার, ২৯ নভেম্বর: প্রথম পর্বেই বিশ্বকাপ থেকে বিদায় নিল আয়োজক দেশ কাতার। ছিটকে গেল ইকুয়েডরও। মঙ্গলবার ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে চলে গেল সেনেগাল। অন্যদিকে গ্রুপ-এ থেকে নকআউট পর্বে পৌঁছল নেদারল্যান্ডস। গ্রুপ-বি থেকে যে দুই দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে, তাদের বিরুদ্ধেই নামতে হবে নেদারল্যান্ডস ও সেনেগালকে।

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও সেনেগালের বিরুদ্ধে একটি গোল করতে পেরেছিলেন আয়োজক দেশের ফুটবলাররা। যদিও প্রথম ম্যাচেই হেরে বসেছিল সেনেগাল। তবে শেষ পর্যন্ত ২০ বছর পর নকআউট পর্বে যেতে পারল সেনেগাল।

অন্যদিকে মঙ্গলবার আল বায়েত স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল কাতার। বিশ্বকাপ ২০২২-এর আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল নেদারল্যান্ড। তবে কাতার যদি ৩ গোলের ব্যবধানে জয় পেত এবং অন্য ম্যাচ ড্র হত, তবে গোল ব্যবধানে বাদ পড়ে যেত নেদারল্যান্ডস।

Related posts

Leave a Comment