ভুপাল, ২ মার্চ: মধ্যপ্রদেশের গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের পরেও শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী করেনি। বরং বর্ষীয়ান ও অভিজ্ঞ এই নেতাকে দলের জাতীয় স্তরের কাজের দায়িত্ব দেওয়া হয়। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী মনোনীত করল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। বিদিশা লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সুতরাং বোঝাই যাচ্ছে, এবার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার একটা সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে বিজেপির।
এব্যাপারে শিবরাজ সিং বলেন, “দল আমার মতো কাউকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। এই জাতীয় পুনঃউন্নয়ন মিশনে আমার কিছুটা অবদান রাখার সুযোগ দেওয়া হয়েছে। পিএম মোদির অধীনেই বিকশিত ভারত লক্ষ্য পূরণ হবে। আমি এই লক্ষ্য পূরণের জন্য কাজ করব।”
previous post