নিজস্ব সংবাদদাতা, জয়নগর: মুক্তি পেয়েছে বলিউড বাদশা কিং খানের ছবি “জওয়ান”। আর এই জওয়ান ঝড়ে কাঁপছে গোটা বাংলা। মুক্তি পাওয়ার দিনেই বাংলার প্রতিটি হল হাউসফুল। শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুধুমাত্র শহর কলকাতায় নয়। শহর ছেড়ে এবার শাহরুখ ঝড় আছড়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে। বলিউড বাদশার দেশে বিদেশে ভক্তদের সংখ্যা কোটি কোটি।
প্রসঙ্গত আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা “জওয়ান “। শাহরুখ খানের ভক্তরা আজ সকাল থেকেই হলের সামনে ভিড় জমিয়েছেন। শুরু হয়েছে বর্ণাঢ্য সেলিব্রেশন। শাহরুখের কাট আউট জড়িয়ে ধরেই উৎসবে মত্ত। কেউ পা ধরে শুয়ে পড়লেন, আবার কেউ খেলেন চুমু। আবার কেউ জোড় হাত করে প্রণাম সেরে নিলেন। ভক্তদের কান্ড কারখানায় জেরবার জওয়ান শাহরুখ। নেহাতই তিনি শারীরিকভাবে উপস্থিত নেই। ভারতীয় সিনেমার ইতিহাসে শাহরুখ এমনই একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যাঁর ছবির জন্য ভোর পাঁচটার শো রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শুধু সাধারণ মানুষ নয়, টলিউডের পরিচালক থেকে তারকারাও কিং খানের শো দেখতে হাজির হয়েছিলেন। ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করা যাবে না। দেশ জুড়ে জওয়ান ঝড়! শাহরুখ খান বলে কথা। সিনেমা হলে দেখা মিলল অবিকল শাহরুখের ন্যায় ব্যান্ডেজ বাঁধা অনুরাগীদের। কেউ উঠে পড়লেন ছাদে, আবার কেউ উঠে পড়লেন ব্যানারের মাথায়। সব মিলিয়ে প্রথম দিনেই তুলকালাম।
ফ্যান ক্লাবের একজন সদস্য তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল কিং খানের “জওয়ান”। মুক্তির পরে বক্স অফিসে ঝড় তুলেছে “জওয়ান” আমরা পিছিয়ে নেই। আমরা শাহরুখ খানের ভক্ত। আমরা সকাল থেকেই এই “জওয়ান ডে” উদযাপন করছি। আজ সকাল থেকে কেক, মিষ্টি ও মালা নিয়ে আমরা হাজির হয়েছি জয়নগরে। আমরা প্রতিবছর শাহরুখ খানের কোনও ব্লকবাস্টার সিনেমা রিলিজ হলে, এরকমভাবেই উদযাপন করি। আমাদের সঙ্গে রেড চিলি এন্টারটেইনমেন্টের টুইটার হ্যান্ডেল অ্যাড করা রয়েছে। আমাদের যা অ্যাক্টিভিটি শাহরুখ খানের রেড চিলি এন্টারটেইনমেন্ট সেটি টুইটারে পোস্ট করে। শাহরুখ ঝড়ে কাঁপছে গোটা বাংলা। বাদ যায়নি আমরাও। আজ সারাদিন আনন্দ আর হই হুল্লোড়ের মধ্যে আমরা উদযাপন করব।
previous post