সংবাদ কলকাতা: রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ। কিন্তু চোটের জন্য একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ সামি। তার জায়গায় নেওয়া হয়েছে পেসার উমরান মালিককে।এছাড়া দলে ফিরছেন রোহিত, বিরাট ও রাহুলরা।
বোর্ড জানিয়েছে, ‘অস্ট্রেলিয়া থেকে ফেরার পর অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেয়েছেন সামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সামির চোটের চিকিৎসা হবে।’
একদিনের সিরিজে সামির না থাকাটা চাপে ফেলতে পারে ভারতকে। তবে চিন্তা আরও বাড়বে যদি টেস্ট সিরিজেও সামিকে না পাওয়া যায়।
আগামী ১৪ ডিসেম্বর রবিবার থেকে বাংলাদেশেই শুরু হচ্ছে টেস্ট সিরিজ।
