32 C
Kolkata
April 19, 2025
বিদেশ

প্রয়াত মিখাইল গর্বাচেভ

FILE PHOTO: Former Soviet Union President Mikhail Sergeyevich Gorbachev speaks on a panel after the screening of "Cold War", a documentary chronicling the events that fuelled the war between the United States and the Soviet Union, at the Paley Center for Media in New York April 29, 2012. REUTERS/Allison Joyce

মস্কো: প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রধান মিখাইল গর্বাচেভ। তিনিই সোভিয়েত ইউনিয়নের শেষ প্রধান। গতকাল তিনি মস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে গর্বাচেভের বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৮৫ থেকে শেষ অবধি তিনি সোভিয়েতের দায়িত্ব সামলেছেন। ১৯৯১ সালে তাঁর রাজত্বকালেই ইউনিয়নের পতন হয়।
তাঁর সময়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটে। তাঁর আনা বিভিন্ন সংস্কারমূলক নীতির জন্য ১৯৯০ সালে তাঁকে নোবেল শান্তি পুরষ্কারে সম্মানিত করা হয়।

Related posts

Leave a Comment