24 C
Kolkata
April 17, 2025
দেশ

পাঠ্যবইয়ে নতুন করে লেখা হবে ভারতের ইতিহাস, বললেন অমিত শাহ

নতুন দিল্লি, ২৫ নভেম্বর: নতুন করে লেখা হবে দেশের ইতিহাস। ফের এই গর্জন শোনা গেল অমিত শাহর গলায়। তিনি বলেন, ভারতের ইতিহাস অসম্পূর্ণ এবং বিকৃত। আজ অসম সরকার আয়োজিত দিল্লির এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এমনই ভাষায় সুর চড়ান দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

দেশের স্বাধীনতা সংগ্রামে উত্তর পূর্ব ভারতের অবদানের কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে। তাই নতুন করে ইতিহাস লেখা হবে। এ ব্যাপারে আমাদের কেউ আটকাতে পারবে না। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের ভূমিকার গুরুত্ব কম দেওয়া হয়েছে। আমি ইতিহাসের ছাত্র। তাই এব্যাপারে আমার বক্তব্য খুবই স্পষ্ট।

দেশের ঐতিহাসিকরাও স্বীকার করেন, ভারতের ইতিহাস অসম্পূর্ণ ও বিকৃত। এটিকে নতুন করে লেখা প্রয়োজন। কিন্তু ইতিহাসকে নতুন করে লিখতে গিয়ে ধর্মীয় মেরুকরণের ভয় পাচ্ছেন ইতিহাসবিদগণ।

Related posts

Leave a Comment