ইসলামাবাদ: পাকিস্তানে ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ল দুটি গাড়ি। মৃত্যু হয়েছে ৩০ জন পথযাত্রীর। আহত হয়েছেন আরও ১৫ জন মানুষ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একটি যাত্রীবাহী বাস ও একটি চার চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনাস্থলটি পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া এলাকা।
জানা গিয়েছে, এদিন যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে যাত্রা শুরু করে। তার গন্তব্যস্থল ছিল রাওয়ালপিণ্ডি। বাসটি খাইবার পাখতুনখোয়া অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরফলে দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারায় এবং পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতের দিকে। প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ। সঙ্গে আনা হয় উদ্ধারকারী দল। কিন্তু এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকায় উদ্ধারকাজে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়। সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতরা সেখানেই চিকিৎসাধীন আছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
next post