24 C
Kolkata
April 18, 2025
দেশ

পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহার ও জলপাইগুড়ি মাত্র কয়েকমিনিটের প্রাকৃতিক বিপর্যয়ে লন্ডভন্ড। । গতকাল, রবিবার উত্তরবঙ্গের এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় সেইসাথে ঝোড়ো হাওয়া বইতে থাকে। কিন্তু ঝড়ের গতিবেগ ছিল মাত্রারিক্ত। জলপাইগুড়িতে কয়েক মিনিটের ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি পুরসভা, কোচবিহারের তুফানগঞ্জ,জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি দেব ব্লক। মোট ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৩৬৪২ টি। এখনও পর্যন্ত জখমের সংখ্যা ২০৯। যাদের মধ্যে ৩৯ জন ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ও ১৭০ জন ভর্তি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। ত্রাণ শিবির খোলা হয়েছে দুটি জায়গায়। মোট ১১১০ টি ত্রিপল এখনও পর্যন্ত বিলি করা হয়েছে। ওই দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা যে তাণ্ডবে পরিণত হবে এই আভাস পাননি কেউই। গতকাল, রবিবার রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতেই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গভীর রাতে হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সমস্ত এলাকাও ঘুরে দেখেন তিনি। আপাতত উত্তরবঙ্গেই থাকবেন তিনি এমনটাই জানা গিয়েছে।

Related posts

Leave a Comment