32 C
Kolkata
April 19, 2025
সাহিত্য

নাভির মত একা

how-to-take-captivating-silhouette-photos-indepth-shutterturf--silhouette-photography-silhouette-photos-silhouette.jpg

পুষ্পিতা চট্টোপাধ্যায়

অবসাদের সন্ধ্যে ফিরে গেলে
ধুধু মাঠে রাতের গভীর রেখা
বন্ধ ঘরের দ্বন্দ্ব ব্যাকরণে
নীলা এখন নাভির মত একা

উঁচু পাঁচিল খাদের গভীর হ্রদে
অন্ধকারে নীল কামনার বিষ
শাখায় ঝোলে বয়স নামক প্রেত
পারিস যদি নিবিড় করে নিস

চার দশকের অশ্রু পাতার জালে
মেঘের আঁচড় বিষের মত নীল
মাতাল ঘুঘু নৌকাডুবির ছলে
বোতাম খুলে দেখাস ভুয়ো দিল

হাজার বছর নাভির কদমতলে
ঝোঁপের নদী আদিম খরস্রোতা
আর কতকাল শব্দকোষের বাঁধে
রাশ টেনে তুই রাখবি তরুলতা

এই যে নীলার অহঙ্কারী মুখ
জ্যোৎস্না ভারে জঙ্ঘা ঢাকা রাত
চাঁদের কুটোয় হ্রদের ঝিলিমিলি
বাড়িয়ে দে তোর বারুদ মাখা হাত।

Related posts

Leave a Comment