30 C
Kolkata
August 3, 2025
বিদেশ

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলা, নিহত ১২

নাইজেরিয়া: ১২ জন নাগরিক নিহত হয়েছেন বন্দুকবাজের হানায়। নাইজেরিয়ার এক মসজিদে এই ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন ইমাম। গত, শনিবার রাতে নাইজেরিয়ার উত্তর অঞ্চলে এক মসজিদের ভেতর হঠাৎই হানা দেয় বন্দুকবাজের একটি দল। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপাসক। তাঁদের মধ্যে দুষ্কৃতীরা কয়েকজনকে অপহরণ করে। বাকিদের খুন করা হয়েছে।

ব্যান্ডিটস নামের একটি দল এই পুরো ঘটনার পিছনে রয়েছে বলে মনে করছেন নাইজেরিয়ার পুলিশ কর্তারা। এই দুষ্কৃতী দলের কাজই হল অপহরণ করে মুক্তিপণ চাওয়া। এমনকি নাইজেরিয়ার উত্তরাঞ্চলের গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার নামে দিনের পর দিন মাসোহারা আদায় করে ওই দুষ্কৃতীরা। সূত্রের খবর, গত শনিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট মহম্মদ বুহারির শহরের এক মসজিদে ঘটনাটি ঘটে। মোটর বাইকে করে আসে ওই দুষ্কৃতীদের দল। সেখানে পৌঁছেই তাঁরা এলোপাথারি গুলি চালাতে থাকে। যার ফলে মসজিদের ভেতরে থাকা উপাসকরা প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিস পৌঁছনোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। মসজিদ থেকে পুলিশ কিছু উপাসককে উদ্ধার করে বলে জানা গিয়েছে। 

Related posts

Leave a Comment