29.9 C
Kolkata
May 15, 2025
রাজ্য

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঐন্দ্রিলা

সংবাদ কলকাতা: কাটছে সংকট। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা।গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে ঐন্দ্রিলাকে ভর্তি করা হয়েছিল হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগের থেকে অনেকটাই সুস্থ আছেন ঐন্দ্রিলা। রক্তচাপ স্বাভাবিক রয়েছে। দুই দুইবার মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরেছিলেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও আপলোড করে ঐন্দ্রিলা লিখেছেন, কঠিন পরিস্থিতিতে তাঁর গোটা পরিবার ও বন্ধু সব্যসাচী পাশে দাঁড়িয়েছে। তিনি চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যাঁরা খারাপ সময়ে তার পাশে থেকেছেন, তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Related posts

Leave a Comment