32 C
Kolkata
April 19, 2025
Featured

দূষণমুক্ত গ্রাম ওখরে, ৭৫ হাজার ফুট উচ্চতায় অবস্থিত

সিকিম: সিকিমের একটি শান্ত নিরিবিলি গ্রাম, নাম ওখড়ে। ৭৫ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রাম। এখানে কোনও জনকোলাহল নেই, নেই দূষণ। এক অদ্ভুত শান্তির পরিবেশ। যা হৃদয় ছুঁয়ে যাবে। নিরিবিলিতে কাটানোর সেরা ঠিকানা। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হবে প্রকৃতি যেন নিজের ক্যানভাসে এঁকেছে।

গোটা গ্রাম জুড়ে চাষাবাদ হয়। কমলালেবু থেকে রকমারি ফল, বিভিন্ন শাক-সবজির চাষ হয় এই গ্রামে। থাকবার জন্য রয়েছে দ্বিতল হোমস্টে। শহরাঞ্চলের বিলাসবহু হোটেলের মতো না হলেও, অতিথি সেবায় মুগ্ধ হয়ে যেতে হয়।

এখান থেকে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দুর্দান্ত লাগে। অনায়াসে নিরিবিলিতে দিন দুয়েক কাটিয়ে দেওয়া যেতে পারে। এখান থেকে যাওয়া যায় বার্সে। তবে ট্রেক করে যেতে হবে। ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মনোরম স্থান। বার্সের প্রাকৃতিক শোভাও দুর্দান্ত। রংবাহারি ফুল দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।

Related posts

Leave a Comment