সংবাদ কলকাতা: আরও বিপাকে পড়লেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার এক মিল মালিকের বিস্ফোরক বয়ান হাতে উঠে এল ইডির। যার জেরে সময় যত যাচ্ছে, ইডির তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তত বিপাকে পড়ছেন।
জানা গিয়েছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এক মিল মালিককে দিয়ে নিজের বাড়ির পরিচারককের নামে ৫০ লক্ষ টাকার দানপত্র করান। কিছুদিন আগেই কলকাতার ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে এক মিল মালিককে ডেকে পাঠান ইডি। তাকেই জিজ্ঞাসাবাদ করে মিলেছে এই তথ্য, ইডি সূত্র। এছাড়াও এই মিল মালিক বা ব্যবসায়ী দাবি করেছেন, বেশ কিছু সম্পত্তিও দানপত্র করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
রেশন বন্টন দুর্নীতি মামলায় বারংবার বিভিন্ন মিল মালিক ব্যবসায়ীদের নাম উঠে এসেছে। মিল মালিকদের কি ভূমিকা ছিল এই রেশন দুর্নীতি মামলায় তাও খতিয়ে দেখছেন ইডি। যার ফলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে থাকাকালীন এক একজন করে মিল মালিক ব্যবসায়ীদের ইডি ডেকে পাঠাচ্ছেন কলকাতার ইডি দফতরে। তাদের মধ্যেই একজনের স্বীকারোক্তিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
							previous post
						
						
					
							next post
						
						
					