25 C
Kolkata
November 2, 2025
দেশ

দুর্ঘটনায় গুরুতর জখম গায়ক জুবিন নটিয়াল, হাতে করা হয়েছে অস্ত্রোপচার

মুম্বই, ২ ডিসেম্বর: হাসপাতালে ভর্তি গায়ক জুবিন নটিয়াল। সিঁড়ি দিয়ে পড়ে গিয়েই দুর্ঘটনা। গতকাল ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। তাঁকে ইতিমধ্যেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুবিনের কনুই ভেঙে গিয়েছে। তাঁর পাঁজরেও গুরুতর আঘাত লেগেছে। মাথাতেও চোট পেয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গায়কের ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর সকল অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করছেন।

জানা গিয়েছে, এই দুর্ঘটনা ঘটার রাতেই একটি গান লঞ্চ করেন জুবিন। জুবিনের সঙ্গে গানে ডুয়েট করেছেন ‘মানিকে মাগে হিঠে’খ্যাত শ্রীলঙ্কার গায়িকা ইওহানি। গানটির নাম ‘তু সামনে আয়ে’। গানের লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন জুবিন এবং ইওহানি। বেশ কিছুদিন ধরেই এই গানের জন্য চর্চায় ছিলেন দুই তারকা। নতুন প্রজন্মের জনপ্রিয় গায়ক জুবিন। তাঁর জন্ম উত্তরাখণ্ডের দেরাদুনে। খুব কম বয়সেই সকল দর্শকের মন জয় করে নিয়েছে এই গায়ক। গত সপ্তাহেই দুবাই-তে লাইভ কনসার্টে যোগ দিয়েছিলেন জুবিন নটিয়াল। শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরুন তিনি। এমনটাই প্রার্থনা উদ্বিগ্ন জুবিন ভক্তদের।

Related posts

Leave a Comment