April 7, 2025
রাজ্য

দিল্লিতে রাত দেড়টা পর্যন্ত শুনানি, ১০ মার্চ পর্যন্ত ED হেফাজতে কেষ্ট

নতুন দিল্লি: মঙ্গলবার অনুব্রত মন্ডলকে বিমানে করে দিল্লিতে নিয়ে যায় ইডি। সেখানে রাত একটার সময় বিচারকের বাড়িতে শুনানি শুরু হয়। শুনানিপর্ব চলে রাত দেড়টা পর্যন্ত। ইডি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের ওই বিচারকের কাছে গরু পাচার মামলায় অনুব্রতকে ১৪ দিনের হেফাজতের দাবি জানায়। বিচারক রাকেশ কুমার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে আগামী ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত গরু পাচার মামলায় গত বছরেই গ্রেপ্তার হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এরপর তাঁকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাবাসাবাদের চেষ্টা করে ইডি। কিন্তু, কোনওমতেই এই প্রভাবশালী নেতাকে বাগে আনতে পারছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন আইনি অজুহাতে তিনি বারবার পার পেয়ে গিয়েছেন। মাঝে একবার তাঁর দিল্লি যাত্রা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই সময় অনেক আগে নিষ্পত্তি হয়ে যাওয়া একটি পুরনো খুনের চেষ্টার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন অনুব্রতর এক অনুগামী। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। যার ফলে তিনি সেবারের মতো দিল্লি যাত্রা থেকে পার পেয়ে যান।

রাজনৈতিক মহলে অনেকের অনুমান, দিল্লি যাওয়া আটকাতে অনুব্রতর ইঙ্গিতেই এই মামলা নতুন করে চালু করা হয়। এবারেও দিল্লি যাওয়া আটকানোর চেষ্টা করেন অনুব্রত। এজন্য তিনি দিল্লির আদালত ও হাইকোর্টে আবেদন করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দেয়নি। অবশেষে আদালতের নির্দেশে ও ইডির উদ্যোগে গতকাল মঙ্গলবার দিল্লি নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। তবে শারীরিক অসুস্থতার জন্য বিমানে করে দিল্লি নিয়ে যেতে হয় বীরভূমের একসময়ের বেতাজ বাদশা কেষ্ট মন্ডলকে।

Related posts

Leave a Comment