সংবাদ কলকাতা: দার্জিলিঙে গিয়ে মোমো বানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার জঙ্গলমহলে গিয়ে রীতিমতো চপ বানিয়ে বিক্রি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলপাহাড়ি থেকে সভা করার পর ঝাড়গ্রামে ফেরেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি চপের দোকান দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন। দোকানটি স্থানীয় এক ব্যক্তির। দোকানিকে তিনি চপ তৈরি করতে সাহায্য করেন। এরপর নিজেই চপ তৈরি করে ভাজা শুরু করে দেন মুখ্যমন্ত্রী। রীতিমতো হাক ডাক দিয়ে প্লেটে সাজিয়ে চপ বিক্রি করতে শুরু করেন। সেলসম্যান মমতা। তিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা। তাঁকে দেখে অনেকেই ভিড় জমান। ফলে অন্যান্য দিনের তুলনায় দোকানির বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। নিমেষের মধ্যেই বিক্রি হয়ে যায় সমস্ত চপ। যদিও বিজেপি সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল কটাক্ষ করতে ছাড়েনি। তাঁরা বলেন, রাজ্যে উপযুক্ত শিল্প ও কর্মসংস্থান করতে না পেরে চপ যে একটি বড় শিল্প এভাবে তা প্রমাণ করার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন মমতা।
previous post