১০ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা কেন ? সেই সভা তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজা সেই বার্তা টুকু তুলে ধরলেন মানুষের কাছে। ১৯ নম্বর ওয়ার্ড বিকেপাল পার্কের সংযোগস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা 19 নম্বর ওয়ার্ডে পৌর মাতা শিখা সাহা এবং ৮ নম্বর ওয়ার্ডে পৌর মাতা পূজা পাঁজা সহ আরো অনেকেই । ১০ মার্চ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর তৃতীয় ব্রিগেড হতে চলেছে। এই সাভার নামকরণ করা হয়েছে জন গর্জন সভা। আর সেই সভা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে শাসক দল তৃণমূল অন্তরে। ২০১১ সালের সরকার আসার পর ২১ শে জুলাই সমাবেশ হয়েছিল ব্রিগেডে। তারপর ব্রিগেডে সভা হয় ২০১৯ সালে ১৯শে জানুয়ারি তৃণমূল সূত্রের খবর, এ বারে ব্রিগেডের জমায়েতে ১০০ দিনের কাজে বঞ্চিতদের আনার ব্যাপারে সাংগঠনিকভাবে জোর দেওয়া হচ্ছে। কুড়ি লক্ষের বেশি মানুষ প্রাপক। তাদের সকলকে ব্রিগেডে নিয়ে আসতে চায় তৃণমূল কংগ্রেস।
