নিজস্ব প্রতিনিধি— নিজের গড় ভাঙড়ে হামলার শিকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় শওকত মোল্লার অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন আরাবুলের অনুগামীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ জানুয়ারি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন আরাবুল ইসলাম। অভিযোগ, সেখানেই তাঁর ওপর হামলা চালানো হয় এবং তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। এরপর দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হাতাহাতি এবং ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। তবে তাঁদের উপস্থিতিতেও অশান্তি অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। প্রায় দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলার পর অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও এখনও এলাকা থমথমে।
এদিকে, শওকত মোল্লা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে তিনি বা তাঁর অনুগামীরা কোনওভাবেই জড়িত নন। তিনি অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমন ঘটনায় দলীয় কোন্দল ফের প্রকাশ্যে উঠে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।