32 C
Kolkata
April 19, 2025
Featured

তীব্র তাপপ্রবাহে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে জলের বোতল, ওআরএস ও ছাতা তুলে দিল জেলা পুলিশ

বালুরঘাট, ২১ এপ্রিল: তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কাজ করছেন পুলিশ কর্মীরা৷ রোদ, ঝড়, বৃষ্টি হলেও পুলিশ কর্মীরা কর্তব্য থেকে পিছপা হতে পারবেন না কখনও। তাই এই গরমে যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত পুলিশ ও সিভিক কর্মীদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা তুলে দেওয়া হয়৷ যাতে কর্তব্যরত পুলিশ কর্মীরা সুস্থ থাকেন।

এদিন নিজের হাতে জলের বোতল, ওআরএস ও ছাতা পুলিশকর্মীদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার রাহুল দে। পুলিশ সুপারের সঙ্গে ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিক ওসি বৃতিসুন্দর সাহা৷ শুধু বালুরঘাট নয়, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি থানা এলাকায় এই কর্মসূচি করা হচ্ছে বলেই জেলা পুলিশ সুপার জানিয়েছেন। উদ্দেশ্য একটাই, যাতে কোনও পুলিশকর্মী এই রোদ গরমে কোনও কারণে অসুস্থ হয়ে না পড়েন। শুধুমাত্র আজ নয়, প্রতিদিনই প্রত্যেক পুলিশ কর্মীর হাতে এসব তুলে দেওয়া হয় বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment