24 C
Kolkata
April 19, 2025
রাজ্য

তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হল ডানা

তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হল ডানা। আর কিছুক্ষণের মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কাল, শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভদ্র্রক জেলার ধামড়া ও ভিতরকণিকার কাছাকাছি কোনও জায়গায় উপকূলে আছড়ে পড়বে এই তীব্র ঘূর্ণিঝড়।

আজ, বৃহস্পতিবার সকালেই এক পশলা বৃষ্টি হয়েছে পুরীতে। রাস্তায় কোনও পর্যটক নেই। লাইভ গার্ডের কর্মীরা সাইরেন বাজিয়ে মাইকিং করে পর্যটকদের সরে যেতে বলছে সি বিচ থেকে। সমুদ্র উত্তাল, তাই পর্যটকদের নামতে নিষেধ করছেন লাইভ গার্ডের কর্মীরা।   ডানার প্রভাবে সকাল থেকেই আসানসোলে মেঘলা আকাশ, চলছে হাল্কা বৃষ্টি।

ওড়িশাতে ‘ল্যান্ডফল’ হলেও পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় ‘ডানা’র প্রভাব একইরকম তীব্র হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। কারণ, ‘ল্যান্ডফল’-এর স্থল থেকে ১০০ কিলোমিটারের মধ্যেই পড়ছে পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল। ওড়িশা উপকূলের মতো এখানেও ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০-১১০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার সঙ্গী হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পর ঝড়ের গতিবেগ কমলেও বৃষ্টি চলবে শুক্রবার।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ৯ জেলার জেলাশাসককে নিয়ে বুধবার বিকেলে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এই ৯টি জেলা হল, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এবং ঝাড়গ্রাম। এদিনের এই বৈঠকে সমুদ্রের কাছাকাছি এলাকা থেকে মানুষকে সরিয়ে শিবিরে রাখা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কালীপুজোর মণ্ডপগুলির বাঁধন যাতে কোনওভাবে আলগা না হয় সেই দিকেও বিশেষ নজর দেওয়ার আর্জি জানানো হয়েছে। ঝাড়গ্রামে ঝড়ের প্রভাব বেশি পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই এই এলাকায় গাছ পড়ে গেলে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

Related posts

Leave a Comment