24 C
Kolkata
April 18, 2025
দেশ

তিন বাহিনীর সমন্বয়ে প্রতিরক্ষা কাঠামোয় বদল

fice pics

এবার বাহিনী প্রধানদের ব্যক্তিগত স্টাফ নিয়োগে বড়সড়ো রদবদল করলো প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখা (স্থল, নৌ এবং বায়ুসেনা)-র মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত। তিন বাহিনীর প্রধানদের ব্যক্তিগত স্টাফ অফিসার বা ‘এইড-ডি-ক্যাম্প’ নিয়োগ করা হবে ‘থিয়েটারাইজেশন’ পদ্ধতির মাধ্যমে তাঁদের ‘সিস্টার সার্ভিস’ অর্থাৎ অন্য সেনা বাহিনীর মধ্যে থেকে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। এর ফলে সশস্ত্র তিন বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়বে বলে অভিমত প্রতিরক্ষা মন্ত্রকের।

বর্তমানে ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে। ‘থিয়েটারাইজেশন’ পদ্ধতির চূড়ান্ত লক্ষ্য হল তিন বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে, একই থিয়েটার কমান্ড গঠন করা। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হয় সশস্ত্র বাহিনীর তিন শাখার। বাড়ে বাহিনীর ক্ষিপ্রতায়।

প্রসঙ্গত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত সেপ্টেম্বর মাসে এক সভায় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের উপস্থিতিতে যৌথ পদক্ষেপ (থিয়েটারাইজেশন)-এর কথা জানিয়ে বলেছিলেন, ‘আমরা দ্রুত তিন বাহিনীর যৌথ কার্যক্রমের দিকে এগোচ্ছি। যাতে এক বাহিনীর সম্পদ অন্য বাহিনী ব্যবহার করতে পারে।’

মন্ত্রক সূত্রে খবর, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করা হল। এই নিয়মে এবার থেকে স্থলসেনার প্রধান (জেনারেল পদমর্যাদার আধিকারিক) তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন নৌসেনা বা বায়ুসেনা থেকে। একই ভাবে নৌসেনার প্রধান (অ্যাডমিরাল পদমর্যাদার আধিকারিক) তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন স্থলসেনা বা বায়ুসেনা থেকে। বায়ুসেনা প্রধানের (এয়ার চিফ মার্শাল পদমর্যাদার আধিকারিক) ব্যক্তিগত স্টাফ অফিসার হিসাবে নিয়োগ করা হবে স্থলসেনা বা নৌসেনার কোনও অফিসারকে।

Related posts

Leave a Comment