সুমন মল্লিক, সংবাদ কলকাতা: ডেড লাইন ডিসেম্বর নিয়ে আবারও সরব হলেন খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত, গত প্রায় দু’মাস ধরে প্রধান বিরোধী দল বিজেপির বিভিন্ন নেতা কর্মীর মুখে ডেড লাইন ডিসেম্বর নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। প্রথম প্রথম ডিসেম্বরে সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত দিলেও এখন কিন্তু আর তেমন কিছু শোনা যায় না।
তবে ডিসেম্বরে যে বড়সড় কিছু ঘটতে চলেছে, তার ইঙ্গিত মিলছে বারবার। পূর্বেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ডিসেম্বরে এমন শীত পড়তে চলেছে যে, রাজ্য সরকারের কাঁপুনি ধরে যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, ডিসেম্বরেই ধরা পড়বে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর। আর এবার দিলীপ ঘোষের মুখে শোনা গেল বড়সড় পরিবর্তনের ইঙ্গিত।
উল্লেখ্য, বুধবার খড়্গপুরের ধর্মগুরু সত্যসাঁই বাবার ৯৭তম জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে সাঁই ইউনিভার্সালে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা ডিসেম্বর মাস নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এত উৎকন্ঠা কিসের? সুনামির মত কিছু তো হবে না। তবে কিছু তো অবশ্যই হবে।