নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: টিটাগড়ে স্কুলে বোমা বিস্ফোরণ। শনিবার পৌনে ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে এখানকার একটি সরকারি স্কুলের ছাদে। স্কুলের প্রধান শিক্ষক জানান, তখন সবে স্কুলের দ্বিতীয় ক্লাস শুরু হয়েছে। তখনই আচমকা ঘটে এই ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় পুরো স্কুল বাড়ি কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও ছাত্রদের মধ্যে।
তবে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রথমে বুঝে উঠতে পারেনি এই ঘটনাটি স্কুলের ছাদেই ঘটে থাকতে পারে। প্রথমে সবার ধারণা হয়েছিল স্কুলেরই আশেপাশে কোথাও এই ঘটনাটি ঘটেছে। পরে সবাই বাইরে বেরিয়ে দেখতে পান বিদ্যালয়ের ছাদ থেকে ধোঁয়া উড়ছে। তখন সিঁড়ির তালা খুলে ছাদে গিয়ে দেখেন সেখানে বোমার দাগ। তার চারিদিকে বোমার স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে।
খবর পেয়ে স্কুলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা। বোমাটি স্কুলের ছাদেই রাখা হয়েছিল, নাকি কেউ ছাদে ছুঁড়ে দিতেই বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
next post