সংবাদ কলকাতা, ২৯ অক্টোবর: পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের ঘোষণা অনুযায়ী এবার থেকে বাড়িতে বসেই অনলাইনে মিলবে জাতিগত শংসাপত্র। যেতে হবে না কোনও সরকারি দপ্তরে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। উপযুক্ত প্রমাণ সহযোগে যোগ্য আবেদনকারীরা তাঁদের শংসাপত্রের হার্ডকপি সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকেই। খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এই শংসাপত্র প্রদান প্রক্রিয়া। শংসাপত্র হারিয়ে গেলেও আর যেতে হবে না কোনও সরকারি দপ্তরে। বাড়িতে বসেই পুনরায় সংগ্রহ করতে পারবেন নতুন শংসাপত্র।
next post