32 C
Kolkata
April 19, 2025
রাজ্য

জলপাইগুড়ি তে টানা বৃষ্টি, গভীর রাতে কচ্ছপ উদ্ধার

জলপাইগুড়ি, ১৬ জুন: জলপাইগুড়ি তে টানা বৃষ্টি। গভীর রাতে কচ্ছপ উদ্ধার। জলপাইগুড়ি পান্ডাপাড়া জগন্নাথ কলোনী এলাকার বাসিন্দা রবি হাজরা রাস্তায় হাঁটতে গিয়ে একটি কচ্ছপ দেখতে পান। কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রেখে খবর দেন পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়িকে। খবর পেয়ে কচ্ছপটিকে উদ্ধার করতে ছুটে যান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও দপ্তর সম্পাদক সৌরভ পাল। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান, আমরা কচ্ছপটিকে আপাতত আমাদের হেফাজতে রাখছি।এরপর শনিবার জলপাইগুড়ি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।

Related posts

Leave a Comment