November 2, 2025
রাজ্য

চলতি বছরে চালু হচ্ছে চার বছরের ডিগ্রি কোর্স

সংবাদ কলকাতা, ৩১ মে: বিশেষ পরিবর্তন আসতে চলেছে স্নাতক স্তরের শিক্ষা ব্যবস্থায়। অবশেষে স্নাতক স্তরে চালু হচ্ছে চার বছরের ডিগ্রি কোর্স। আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই কোর্স চালু হতে চলেছে। সম্প্রতি রাজ্য সরকার এই সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজ বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।

প্রসঙ্গত ভারতের অন্যান্য রাজ্যে স্নাতক স্তরের পাঠ্যক্রম তিন থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। এমনকি প্রতিবেশী বাংলাদেশেও বহু কাল ধরে চার বছরের ডিগ্রি কোর্স চালু রয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গে তিন বছরের ডিগ্রি কোর্স চালু থাকার ফলে সর্বভারতীয় স্তরে চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। যার জেরে কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষায় অন্যান্য রাজ্যের চাকরিপ্রার্থীরা অনেকটাই এগিয়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের মধ্যে অন্য রাজ্যে গিয়ে পড়ার প্রবণতা বাড়বে। এছাড়া রাজ্যের বেকারত্ব বৃদ্ধির এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। প্রথমে রাজ্য সরকার নানাভাবে কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা করলেও অবশেষে দীর্ঘ জল্পনা ও আলোচনার পর সেই সমস্যার সমাধানে এগিয়ে এল রাজ্যের শিক্ষা দপ্তর। এবছর থেকেই চার বছরের ডিগ্রি কোর্স চালুর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

এদিকে কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হলেও সেটা হবে প্রতিষ্ঠান ভিত্তিক। সেক্ষেত্রে কলেজগুলিই নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রতিক্রিয়া এখনই চালু হচ্ছে না।

Related posts

Leave a Comment