সংবাদ কলকাতা: গরু পাচারকাণ্ডে এবার ইডি স্ক্যানারে আসানসোল সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দী। আগামী ৫ এপ্রিল তাঁকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই কৃপাময়কে যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি সহ দিল্লিতে আসতে বলেছে ইডি। কিন্তু কেন এই তলব? উত্তরে কৃপাময় নন্দী বলেন, তাঁকে কেন ডাকা হয়েছে তা তিনি জানেন না।
প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে এনামূল হক, অনুব্রত মণ্ডল ও তাঁর এককালের দেহরক্ষী সয়গল হোসেন, সকলেই এই আসানসোল জেলেই ছিলেন। সূত্রের খবর, এই জেলে থাকাকালীন প্রভাবশালী অনুব্রত মণ্ডল সহ তাঁর ঘনিষ্ঠ শাগরেদরা আইনের ঘেরাটোপ টপকে বিশেষ কোনও সুবিধা ভোগ করেছেন কিনা সেটা জানতেই জেল সুপার কৃষ্ণময়কে তলব করল ইডি। জেলে থাকাকালীন এইসব অভিযুক্তদের সঙ্গে বিশেষ কেউ বা কে কে দেখা করত, নিয়মের বাইরে বিশেষ কোনও সুবিধা ভোগ করত কিনা সেগুলি জানায় মূল উদ্দেশ্য।
previous post
next post