35 C
Kolkata
May 8, 2025
রাজ্য

খড়্গপুরে হাওড়াগামী লোকাল ট্রেন লাইনচ্যুত

সংবাদ কলকাতা: মেদিনীপুরে হাওড়াগামী একটি লোকাল ট্রেন লাইনচ্যুত। খড়গপুর শাখায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে ওই ট্রেনটির ৩ নম্বর বগির দুটি চাকা আচমকা বেলাইন হয়ে যায়। কিন্তু ট্রেনটি খুবই ধীর গতিতে চলায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। চাকা দুটি বেলাইন হওয়ার সঙ্গে সঙ্গে আচমকা ঝাঁকুনি মেরে থেমে যায়। এর ফলে মেদিনীপুর – খড়গপুর শাখায় তাৎক্ষনিকভাবে ব্যাহত হয় রেল পরিষেবা। শেষে ওই লোকাল ট্রেনের যাত্রীরা অন্য ট্রেনে যেতে বাধ্য হন।

Related posts

Leave a Comment