29 C
Kolkata
April 12, 2025
দেশ

খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশা, বিপর্যস্ত রাজধানীর বিমান পরিষেবা

নতুন দিল্লি: খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে দিল্লিতে বিপর্যস্ত বিমান পরিষেবা। বেশ কিছুদিন ধরে ভয়ানক ঠান্ডার কবলে রাজধানী দিল্লি। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে অন্তত ১০০টি বিমান বাতিল করা হয়েছে। শীত ঋতুকে অনেকেই বেড়ানোর সময় হিসেবে ধরে থাকেন। দেশী ও বিদেশি পর্যটকদের সমাগম হয়ে থাকে। সাধারণত এই সময় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সমাগম হয়ে থাকে।

এমনকি রাজধানী দিল্লিতেও এই সময় পর্যটকদের ভালোই আনাগোনা হয়ে থাকে। তবে আচমকা খারাপ আবহাওয়ার কারণে সম্প্রতি অনেকগুলি বিমান বাতিল করতে হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা একেবারে নেমে দাঁড়িয়েছে মাত্র ৫০ মিটারে। গত কয়েকদিন ধরে সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।

Related posts

Leave a Comment