November 3, 2025
জেলা

কোচবিহারে তোর্সা নদীতে তলিয়ে গেল দুই কিশোরী

কোচবিহার, ৭ নভেম্বর: সোমবার তোর্সা নদীতে তলিয়ে গেল দুই কিশোরী। স্নান করতে নেমে এই ঘটনাটি ঘটে কোচবিহারের টাকাগাছ কারিশাল এলাকায়। জানা গিয়েছে, ওই দুই নাবালিকা প্রথমে নদীর ধারের একটি কলে জল নিতে আসে। এরপর তারা নদীতে স্নান করতে নামে। দুই নাবালিকার নদীর জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কারিশাল এলাকায়। ইতিমধ্যে নদীতে বোট নামানো হয়েছে। উদ্ধারকারীরা নাবালিকা দুটির খোঁজ চালাচ্ছে।

Related posts

Leave a Comment