April 24, 2025
দেশ

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়িকে হত্যার হুমকি

নাগপুর: বরিষ্ট বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়িকে হত্যার হুমকি দেওয়া হল। পুলিশ সূত্রে খবর, শনিবার নাগপুরে কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে ফোন করে তিন বার হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি এসেছে দাউদ ইব্রাহিমের নাম করে। হুমকির জেরে নীতিন গডকড়ির বাসভবন ও জনসংযোগ অফিসে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তিনবার ফোন করে হুমকি দেওয়া হয়। প্রথমবার ফোন আসে সকাল ১১.২৯ মিনিটে। এরপরে দ্বিতীয়বার ১১.৩৫ মিনিটে এবং তৃতীয়বার ১২.৩২ মিনিটে ফোন আসে।

নীতিন গডকড়ি মোদী সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। ট্যুইটারে ১২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। এরকম একজন ব্যক্তিকে হুমকি ফোনের ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। ঘটনার জোরদার তদন্ত শুরু হয়েছে। দোষীকে দ্রুত খুঁজে বের করার জন্য তৎপর হয়ে উঠেছে পুলিশ। ইতিমধ্যে গড়কড়ির জনসংযোগ অফিসে তদন্ত শুরু হয়েছে।

Related posts

Leave a Comment