কুশমন্ডি: শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পেত্নীদিঘী এলাকায় সারা রাজ্যের পাশাপাশি পবিত্র ঈদ উৎসব পালন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই পবিত্র ঈদ উৎসবে আট থেকে আশি সবাই আনন্দে মাতলেন। এক মাস ধরে রোজা রাখার পর পবিত্র ঈদ উৎসব পালন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা। এই এলাকায় ১০ হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা পবিত্র ঈদ উৎসব দুই রেকাত নামাজ পাঠ করে পালন করলেন বলে জানান মৌলানা সাহারদ্দিন আহম্মেদ।
previous post