32 C
Kolkata
April 19, 2025
দেশ

কুরুচিকর মন্তব্য করার জন্য দিলীপ ঘোষকে শোকজ করল কমিশন

দিল্লি, কলকাতা ও বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কদর্য মন্তব্যের জেরে ঘরে বাইরে ভীষণ চাপে দিলীপ ঘোষ। জাতীয় নির্বাচন কমিশন বুধবার দিলীপকে শোকজ করল। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী বিরুদ্ধে নোটিস জারি করে কমিশন জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করে আচরণ বিধি ভঙ্গ করেছে তা নিয়ে কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
ওই নোটিসে কমিশন আরো জানিয়েছেন ,মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এই বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্ট ও সর্বোপরি সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন রয়েছে, এমনকি রাজনৈতিক নেতাদেরও আগেই বিরত থাকতে বলা হয়েছিল। দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস জোরদার প্রচারে নামছে । এমনকি তার প্রার্থীপদ খারিজের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছেন। সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে এবার বিজেপি মহিলা ভোট হাতাতে মাঠে নেমেছে। সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার প্রচার চালাতে চাইছে তৃণমূল কংগ্রেস।
এই ধরনের মন্তব্যের ফলে দিলীপ ঘোষ মচকালেও একটুও ভাঙেনি। বুধবার দলের শোকজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। আ’মার মনে তাঁর সম্পর্কে ক্লেশ বা বিদ্বেষ নেই। উনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার যে বক্তব্য দিয়েছেন, তার বিরোধিতা করেছি। আমার ভাষা, শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে। অন্যরাও বলেছেন অসংসদীয়। যদি তা হয়, তারজন্য আমি দু:খিত। দিলীপ ঘোষের এই বক্তব্যকে ঘিরে বর্ধমান, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, উনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, পুরো মহিলা শক্তিকে অপমান করেছেন। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন দল বিষয়টি নিয়ে ফৌজদারি কার্যবিধির কথা ভাবছে। এদিনই অবশ্য দিলীপ ঘোষের নামে একটি এফআইআর দায়ের হয়েছে।
যদিও এই মন্তব্যকে ঘিরে তিনি বিন্দুমাত্র পরোয়া করেনি কে কি বলছে তা নিয়ে। তিনি এই ঘটনার পর এদিন দুপুরে তিনি বর্ধমান জেলা পার্টি অফিসে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এই বিষয়টি নিয়ে তিনি ক্ষমা চাইতে রাজি নন। তিনি বলেন, ‘আমাদের নেতাদের রোজ বাপ-বাপান্তর করা হচ্ছে। মহিলা বলে যা খুশি বলতে পারেন। আমি তারই প্রতিবাদ করেছিলাম। রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। দলকে অফিসিয়াল রিপোর্ট দেব।’

Related posts

Leave a Comment