29 C
Kolkata
August 2, 2025
Featured

করোনা আক্রান্ত হলেন পরিচালক জেমস ক্যামেরন

সংবাদ কলকাতা: করোনা নামটির সাথে আমরা সবাই পরিচিত। আর এই করোনাতে আক্রান্ত হলেন পরিচালক জেমস ক্যামেরন। আভতারের প্রিমিয়ারের দিনই আক্রান্ত হন তিনি। আগামী ১৬ ডিসেম্বর গোটা বিশ্বে মুক্তি পেতে চলেছে আভতারের দ্বিতীয় পার্ট দ্য ওয়ে অব ওয়াটার। মঙ্গলবার, লস অ্যাঞ্জেলসে ওই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। ঠিক তাঁর আগের মুহূর্তেই করোনায় আক্রান্ত হলেন পরিচালক। নিস্তব্ধ হল মূল অনুষ্ঠান।

তবে আভতারের নির্মাতারা জানিয়েছেন, বাড়ি থেকেই ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন পরিচালক জেমস ক্যামেরন। সিনেমার বাকি তারকারা এদিনের প্রিমিয়ার লঞ্চের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। করোনায় আক্রান্ত হলেও সুস্থ রয়েছেন পরিচালক।

প্রসঙ্গত আভতারের প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। তারপরে দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে আভতারের দ্বিতীয় পার্ট। এই ছবিতে অভিনয় করেছেন জো সালডানা, স্যাম ওরথিংটন, স্টিফান সাং, ক্লিফ কার্টিস সহ আরও অনেকে। ২০০৯ সালে আভতার ছবিটি বক্স অফিসে ব্যবসা করেছিল ২৫০ মিলিয়ন মার্কিন ডলার।

Related posts

Leave a Comment