প্রিয়াশ্রী খাঙ্গার, ৩ ডিসেম্বর: শুক্রবার মধ্যাহ্নভোজের কিছু আগে বুকে ব্যথা অনুভব করেন রিকি পন্টিং। তারপর দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে ধারা বিবরণী দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন পন্টিং। ২২ ঘণ্টা যেতে না যেতেই আবার মাইক হাতে মাঠে ফিরলেন তিনি।
হাসপাতাল থেকে ফিরে পন্টিং বলেন, “ধারাভাষ্য দেওয়ার সময় ঘরে বসেছিলাম। সেই সময় বুকে খুব তীক্ষ্ণ ব্যথা হয়। উঠে ঘরের বাইরে বেরিয়ে এসে শরীর টানটান করার চেষ্টা করলাম। ধারাভাষ্য দেওয়ার সময় অসুবিধা হচ্ছিল। আগে কয়েকবার এমন ঘটেছিল। ঘরে ফিরে যেতে গিয়ে কেমন একটা অস্বস্তি অনুভব করলাম। মাথাটা ঘুরছিল। বেঞ্চে বসে পড়ি।”
শনিবার ধারাভাষ্য দেওয়ার সময় পন্টিং বলেন, “খুব ভাল লাগছে সকাল থেকে। নিজেকে চকচকে এবং নতুন মনে হচ্ছে। তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর বন্ধু সতীর্থ ল্যাঙ্গারকে।”