ওয়াশিংটন, ২৬ মার্চ: আমেরিকায় খলিস্তানপন্থীদের হেনস্থার স্বীকার হলেন এক ভারতীয় সাংবাদিক। ওই সাংবাদিকের নাম ললিত কে ঝা। খলিস্তানপন্থীদের আন্দোলনের খবর করতে গিয়ে এই হেনস্থার স্বীকার হন তিনি। 
জানা গিয়েছে, ঘটনার দিন ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন খলিস্তানপন্থীরা। সেই খবর করতে গিয়ে হেনস্থার স্বীকার হন তিনি। তাঁকে দুই খলিস্তানি বিক্ষোভকারীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধর ও হুমকি দেয় । সেই ভিইডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ললিতকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে। আমেরিকার ভারতীয় দূতাবাস এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
							previous post
						
						
					