সংবাদ কলকাতা: আরও তিনটি উন্নত প্রযুক্তির স্মার্ট গেট বসল শহরের ব্যস্ততম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে । এই গেটগুলিতে কিউ আর কোড ভিত্তিক টিকিট স্ক্যানের সুবিধা রয়েছে। এছাড়া টোকেন, স্মার্ট কার্ডের মাধ্যমেও যাতায়াত করা যাবে। উন্নত প্রযুক্তির এই স্মার্ট গেটটির পোশাকি নাম অটোমেটিক ফেয়ার কালেকশন (এএফসি) গেট।
উল্লেখ্য, শহরের নতুন মেট্রো রুটগুলির প্রতিটি স্টেশনেই নয়া প্রযুক্তির এএফসি গেট বসানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে ইতিমধ্যেই কিউ আর কোড ভিত্তিক কাগজের টিকিট চালু হয়েছে। আগে ২৫টি স্মার্ট গেট ছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখন আরও নতুন তিনটি স্মার্ট গেট বসানো হল। ফলে এই মুহূর্তে এসপ্ল্যানেডে স্মার্ট গেটের সংখ্যা দাঁড়াল ২৮টি। এই ২৮টির মধ্যে আবার ৫টি গেটে কিউ আর কোড যুক্ত টিকিট ব্যবহার করতে পারবেন যাত্রীরা। যাকে এএফসি প্রযুক্তি নির্ভর স্মার্ট গেট বলা হয়ে থাকে। সেইসঙ্গে টোকেন ও স্মার্ট কার্ড ব্যবহারের সুবিধা তো রয়েছেই। এএফসি গেটের অন্যতম বৈশিষ্ট্য হল, কম সময়ে সর্বাধিক যাত্রী যাতায়াত করতে পারবেন। মিনিটে ৪৫ জন যাত্রী এই এএফসি গেট দিয়ে ঢুকতে ও বেরতে পারবেন। বাকি ২৩টি স্মার্ট গেট দিয়ে কেবলমাত্র টোকেন ও স্মার্ট কার্ড ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত গত ৬ মার্চ, বুধবার এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ১৫ মার্চ যাত্রী পরিষেবা চালু করা হয়। এই মুহূর্তে এসপ্ল্যানেডই শহরের একমাত্র ইন্টারচেঞ্জিং মেট্রো স্টেশন। ফলে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের যাত্রীরা এসপ্ল্যানেডে নেমে নয়া মেট্রো করিডরে যাতায়াত করার সুযোগ পাচ্ছেন। স্বভাবতই যাত্রীদের বাড়তি চাপ পড়ছে শহরের একমাত্র ইন্টারচেঞ্জিং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে।
