24 C
Kolkata
April 19, 2025
কলকাতা

ঋণ চাই না, ভর্তুকির দাবি পোড়া হাট ব্যবসায়ীদের

সংবাদ কলকাতা: গত বৃহস্পতিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাওড়ার সবথেকে পুরনো পাইকারি হাট। তারপর থেকেই দিশেহারা কয়েক হাজার ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে গতকাল বিকেলে ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যবসায়ীদের প্রস্তাব দেন, ভবিষ্যৎ প্রকল্পের মাধ্যমে প্রতি ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। একইসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে আগামী তিন দিনে সেই রিপোর্ট জমা দিতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে এদিন ব্যবসায়ীরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানে ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ফলে তারা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে ঋণ পরিশোধ করার মতন ক্ষমতা তাঁদের নেই। তাই তারা আবেদন করছেন, পুনরায় ব্যবসা করার জন্য মুখ্যমন্ত্রী ঋণের পরিবর্তে ভর্তুকি চাইছেন। একইসঙ্গে তাঁরা জানান, মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছেন, সেখানে যেন দুজন ব্যবসায়ীকে রাখা হয়। একই সঙ্গে তাঁরা আবারও দাবি তোলেন, হাওড়া ময়দানে পোড়া হাটের জায়গাতেই তাঁরা আবার ব্যবসা করতে চান। তাঁরা কিছুতেই অন্য জায়গায় গিয়ে ব্যবসা করবেন না। ব্যবসায়ীরা আরও বলেন, তাঁরা কোনও রাজনীতি চান না। তাঁদের দুঃখের দিনে যাঁরাই আসবেন, তাঁদের সকলকে স্বাগত ।

Related posts

Leave a Comment