32 C
Kolkata
April 19, 2025
দেশ

উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির বিধায়ক আজম খানের ৩ বছরের কারাদন্ড

সংবাদ কলকাতা, ২৭ অক্টোবর: বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার জন্য উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির নেতা আজম খানকে দোষী সাব্যস্ত করল আদালত। তাঁকে তিন বছরে কারাদন্ডের নির্দেশ দিয়েছে রামপুরের আদালত। জানা গিয়েছে, আজম খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্য নাথের বিরুদ্ধে এই বিদ্বেষ ও উস্কানিমূলক ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। ২০১৯ লোক সভা ভোটের প্রচারের সময় ঘটে এই ঘটনা। এদিকে আদালতের এই নির্দেশের ফলে আজম খানের বিধায়ক পদ খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কোনও জনপ্রতিনিধি নূন্যতম দুই বছর সাজাপ্রাপ্ত হলে তাঁর পদ খারিজ হয়। এই ঘটনায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি প্রবল রাজনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছে বলে খবর।

Related posts

Leave a Comment