২০ ফেব্রুয়ারি “IGNOU”-এর সদর দফতর নয়াদিল্লিতে এবং ডিজিটাল মাধ্যমে সারা দেশে কলকাতা সহ ৩৬টি নির্বাচিত অনুকরণ কেন্দ্রে ইগনু’ ৩৭-তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকার ইগনু নিউ দিল্লী ইউনিভার্সিটি ক্যাম্পাস -এ সমাবর্তনে বক্তব্য দেন তিনি।ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কলকাতা রিজিওনাল সেন্টার-এর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো সল্টলেক নেতাজি সুভাষ চন্দ্র বোস অডিটেরিয়ামে (NITTTR )। ১৯৮৫ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ‘ইগনু’ ভারত সরকার কর্তৃক পরিচালিত হয়।
রামকৃষ্ণ মিশনের উপাচার্য স্বামী সর্বোত্তমানন্দ উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ডিরেক্টর সুজাতা দত্ত হাজারিকা, মেডিটেশন সিস্টার অস্মিতা, ব্রহ্মা কুমারিস ঈশ্বরিয়া বিশ্ববিদ্যালয় রাজ্যগা টিচার,
							next post
						
						
					