32 C
Kolkata
April 19, 2025
রাজ্য

আসানসোলে সাপের বিষ সহ গ্রেপ্তার ৪

বিশেষ সংবাদদাতা, আসানসোল: গোপনসূত্রে খবর পেয়ে সাপের বিষ সহ গ্রেফতার চারজন। আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে, চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে। যার মধ্যে বহুমূল্যের সাপের বিষ রয়েছে। সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিস। অভিযুক্তরা অন্তরাজ্য সাপের বিষের রেকেটের সঙ্গে জড়িত রয়েছে বলে বলে মনে করছে বনদপ্তরের অধিকারিকরা। গাড়ি সহ সাপের বিষ ও গ্রেফতার হওয়া চার অভিযুক্তদের কুলটি থানার শাকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হবে। তবে অভিযুক্তরা গাড়িতে করে সাপের বিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

Related posts

Leave a Comment