সংবাদ কলকাতা: ফের রেল রোকো অভিযানে নামল রাজ্যের আদিবাসী সংগঠন। একাধিক দাবি দাওয়া নিয়ে রাজ্যজুড়ে এই অবরোধে নামে। ঝাড়্গ্রাম, মালদহ সহ একাধিক জায়গায় অবরোধ করে আদিবাসী সেঙ্গেল। তাদের দাবি, সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের হাতে তুলে দিতে হবে ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির। এছাড়াও আরও অনেকগুলি বিষয় তাদের দাবির মধ্যে ছিল। এইসব দাবি নিয়ে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতে অবরোধ করে তারা। এর ফলে মালদহ স্টেশনে আটকে পড়ে বন্দেভারত এক্সপ্রেস।
							previous post
						
						
					
							next post
						
						
					