32 C
Kolkata
April 19, 2025
দেশ

আতিক খুনে হামলার হুমকি আল-কায়েদার

সংবাদ কলকাতা: গত শনিবার রাতে মেডিক্যাল টেস্টে নিয়ে যাওয়ার সময় খুন হয় গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরফ। ঘটনার সময় তারা পুলিশি ঘেরাটোপের মধ্যে ছিল। এই খুনের ঘটনায় হুমকি দিল জঙ্গি সংগঠন আল কায়েদা। এই খুনের বদলা নিতে তারা ভারতে হামলার হুঁশিয়ারি দিয়েছে।

আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) তরফে এই হুমকি দেওয়া হয়েছে। আজ ঈদের দিনে এব্যাপারে তারা একটি সাত পাতার বিবৃতি প্রকাশ করেছে। আল কায়েদার প্রচার শাখা আস-সাহাবে তাদের বিবৃতিতে আতিক ও তার ভাই আশরফকে ‘শহিদ’ বলে উল্লেখ করেছে।

Related posts

Leave a Comment