November 3, 2025
খেলা দেশ

আজ রবিবার শুরু ফুটবল বিশ্বকাপ

সংবাদ কলকাতা, ২০ নভেম্বর: আজ রবিবার থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রায় এক মাস ব্যাপী ফুটবল যুদ্ধে অংশ নেবে ৩২টি দেশ। হাজার হাজার মানুষ হাজির হয়েছেন কাতারে।

রবিবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়। চমক থাকছে উদ্বোধন অনুষ্ঠানে। পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। উদ্বোধনী অনুষ্ঠানটি কাতারের রাজধানী দোঁহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কোথায় দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?

সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এছাড়া সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে ম্যাচ দেখা যাবে।

আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর ম্যাচের মাধ্যমে শুরু হবে বিশ্বকাপ। ম্যাচ শুরু ৯.৩০টায়।

Related posts

Leave a Comment